Literature - Poetry and song
- barmansumanta
- Oct 6, 2017
- 2 min read

Life.....
Life means a flurry dream speech of a dreamer Life means the rhythm of the finger on the guitar string.
Life means turn out of myself inside me Life means the painting of somebody’s profile by the paint brush of imagination.
Life means the page of a copybook under the lamp post Life means the story of the sleepless night of a mother who is lying on street.
Life means conversations with the moon alone at night Life means dispersion of the reddish glow of the sun after throwing away the darkness.
Life means the black and white old staff after the colorful youth Life means a body called the time clock which runs with time.
জীবন......
জীবন মানে স্বপ্নবাজের এক রাশ স্বপ্নকথন জীবন মানে গিটারের তারে আঙ্গুলের উত্থান পতন।
জীবন মানে নিজের মাঝে নিজেকেই খুঁজে ফেরা জীবন মানে কল্পনার রং তুলিতে কারো ছবি আঁকা।
জীবন মানে ল্যাম্প পোস্টের আলোয় আদর্শলিপির পাতা জীবন মানে ফুটপাতে শুয়ে থাকা মায়ের নির্ঘুম রাতের কথা।
জীবন মানে রাত জেগে একা একা চাঁদের সাথে কথোপকথন জীবন মানে আঁধারকে দূরে ফেলে রবির লাল আভা বিচ্ছুরণ।
জীবন মানে রঙ্গিন যৌবনের পরে সাদা কালো বার্ধক্যের ছড়ি জীবন মানে টিক টিক ছুটে চলা সময় নামক একটা দেহ ঘড়ি।
Song of Winter.....
Leaving behind the day of fallen leaves, Arctic breeze has arrived at our city.
The streets of the city are decorated colorfully.. With Christmas trees dressed up in red, blue and violet lights.
Fresh white snow has covered.. The pale grass in the park.
Through a snow-covered path, A father is walking alone in evening silence.
As the clock hand points at midnight, Smiling faces of the homeless convert to cold scream of sadness.
Many of us are already intoxicated, Craving for red wine and touches of lover’s kiss.
At the final hours of the night A drunk drowsy young man consorts with the lonely curvy moon.
Wrapping in the morning glow, A girl with the blue eyes is racing toward evergreen youth.
In this way, the winter comes at our city, With some vibrant and lifeless feelings.
শীতের গান ....
ঝরা পাতার দিন গুলুকে পেছনে ফেলে, আর্কটিকের শীতল হাওয়া এসে গেছে আমাদের শহরে । শহরের রাস্তাগুলু রঙিন সাজে সেজেছে, ক্রিসমাস ট্রি আর লাল নীল বেগুনি আলোর বাতিতে । শুভ্র তুষার ঢেকে দিয়েছে, পার্কের বিবর্ণ হয়ে যাওয়া ঘাস গুলুকে । তুষারে ঢাকা সেই পথে, কোন একজন বাবা হেঁটে চলে সন্ধ্যার নীরবতা কে সঙ্গী করে। রাত গভীর হতেই গৃহহীন মুখগুলুর হাসি রূপান্তরিত হতে থাকে শীতল আর্তনাদের বিষাদে। অনেকেই তখনো বুদ হয়ে আছে, রেডওয়াইন আর প্রেয়সীর উষ্ণ ঠোঁটের স্পর্শের নেশায়। রাতের শেষ প্রহরে একাকী বাঁকান চাঁদটার সঙ্গী, এলকোহলের নেশায় ঢুলতে ঢুলতে বাড়ি ফেরা তরুণটি। ভোরের রক্তিম আভা গায়ে জড়িয়ে , নীল নয়না তরুণীটি ছুটে চলে চির সবুজ যৌবনের পানে। এভাবেই শীত আসে আমাদের শহরে, কিছু প্রাণবন্ত আর নির্জীব অনুভূতি নিয়ে।
Autumn......
Touch the morning dew, and reach the depth of the ocean of love.
Walk through the fallen leaves, and harmonize the sound with your heartbeats.
See the vivid landscapes, and draw a rainbow inside your mind.
Smell the forest’s mud way, and feel the relation with mother nature.
Lie down on green grass carpet, and spread your entities toward the sky.
Comments